• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৩৫ বছর পর রাকসুতে নতুন নেতৃত্বের যাত্রা শুরু


রাজশাহী ব্যুরো অক্টোবর ২৬, ২০২৫, ০৬:৪৩ পিএম
৩৫ বছর পর রাকসুতে নতুন নেতৃত্বের যাত্রা শুরু

ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা আজ রবিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শপথ গ্রহণ করেছেন।

উপাচার্য ও রাকসু সভাপতি অধ্যাপক সালেহ হাসান নকীব কেন্দ্রীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান। হল সংসদের প্রতিনিধিরা তাদের শপথ বাক্য নিজ নিজ হলের প্রাধ্যক্ষদের মাধ্যমে গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন, অধ্যাপক ফরিদ উদ্দিন খান, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এবং অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা।

শপথ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আরবি বিভাগের শিক্ষার্থী যোবায়ের। রাকসু কোষাধ্যক্ষ ও নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্যে নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল হান্নান বলেন, “বহুল প্রতিক্ষিত রাকসু নির্বাচন দীর্ঘ ৩৫ বছর পরে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ থাকবেন এবং বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্য অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত রাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন সাবেক সমন্বয়ক ও আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার। রাকসুর ২৩টি পদের মধ্যে ২০টি পদে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট জয়ী হয়েছেন।

এসএইচ
 

Wordbridge School
Link copied!