বেসরকারি অনার্স ও মাস্টার্স পর্যায়ের কলেজ শিক্ষকদের জন্য এসেছে সুখবর। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব কলেজে সর্বোচ্চ সাতজন পর্যন্ত শিক্ষককে এমপিও (বেতনভুক্ত) সুবিধার আওতায় আনা হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
সভা-পরবর্তী সূত্র জানায়, নতুন নীতিমালা অনুযায়ী যেসব কলেজে কেবল অনার্স কোর্স চালু আছে, সেখানে সর্বোচ্চ পাঁচজন শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন। আর একই কলেজে যদি মাস্টার্স কোর্সও চালু থাকে, তাহলে অতিরিক্ত দুজনসহ মোট সাতজন শিক্ষক এমপিও সুবিধা পাবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ের কলেজগুলোতে পূর্বের নিয়ম অনুযায়ী একজন শিক্ষক এমপিওভুক্ত হওয়ার সুযোগ থাকবে। তবে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে অনার্স ও মাস্টার্স কোর্স চালু থাকা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “এটি দীর্ঘদিনের দাবি ছিল কলেজ শিক্ষক সমাজের। অনার্স পর্যায়ের জন্য পাঁচজন ও মাস্টার্স পর্যায়ের জন্য অতিরিক্ত দুজন শিক্ষককে এমপিও সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উচ্চশিক্ষা ব্যবস্থায় শিক্ষক ঘাটতি কমবে এবং শিক্ষার মানও উন্নত হবে।”
এম







































