ফাইল ছবি
নতুন পে স্কেল ঘোষণার জন্য জাতীয় বেতন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে কমিশন প্রাথমিক কিছু সুপারিশ তৈরি করলেও, নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নির্বাচিত সরকারের জন্য রেখে দিচ্ছে অন্তর্বর্তী প্রশাসন।
রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘একটা পে কমিশনের ব্যাপার আছে। আমরা বিষয়টি শুরু করেছি, তবে এখনই কিছু বলা যাচ্ছে না। আগামী সরকার হয়তো এসে সেটি বাস্তবায়ন করবে।’
তিনি আরও জানান, ট্যাক্স কাঠামো সংস্কারের জন্যও কিছু স্বাধীন অর্থনীতিবিদকে নিয়ে আলাদা একটি কমিটি গঠন করা হয়েছে। তারা শিগগিরই সরকারের কাছে প্রস্তাব দেবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতিমধ্যে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী তালিকা প্রস্তুত করছে। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই নতুন বেতন কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
জাতীয় বেতন কমিশনের সূত্র জানিয়েছে, আগামী ডিসেম্বর ২০২৫-এর মধ্যে তারা সরকারের কাছে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে চায়। নতুন স্কেলের বাস্তবায়ন, বেতন-ভাতা সমন্বয় এবং ভিন্ন ভিন্ন গ্রেডে আয়ের ব্যবধান কমানোর বিষয়গুলো তাদের প্রতিবেদনে গুরুত্ব পাচ্ছে।
এসএইচ







































