• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জবি মাল্টিমিডিয়া ইউনিটের আত্মপ্রকাশ: সভাপতি কাওছার, সম্পাদক মিনহাজ


জবি প্রতিনিধি নভেম্বর ১০, ২০২৫, ০৯:০৫ পিএম
জবি মাল্টিমিডিয়া ইউনিটের আত্মপ্রকাশ: সভাপতি কাওছার, সম্পাদক মিনহাজ

ছবি: প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাল্টিমিডিয়া সাংবাদিকদের নতুন সংগঠন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. মেহেদী হাসান কাওছার এবং সাধারণ সম্পাদক মো. মিনহাজুল ইসলাম।

সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে অনুষ্ঠিত ‘জকসু কথন’ অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইছ উদ্দিন এই প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী।

ঘোষিত কমিটিতে সহসভাপতি মো. রাকিব মোল্লা (ফারাবি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোয়াইব আলী (নিউজ ৯ মাল্টিমিডিয়া), কোষাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম লিখন (নাগরিক টিভি) এবং দপ্তর সম্পাদক মো. আল মামুন। সদস্য হিসেবে রয়েছেন মো. ইশতিয়াক, মো. মুনতাসির নাবিদ সংগ্রাম ও মো. ইশতিয়াক হোসেন রাতুল।

সভাপতি মেহেদী হাসান কাওছার, যিনি কালের কণ্ঠের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন, বলেন, “বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই প্রথম এমন একটি সংগঠন গঠিত হলো। আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাত ধরে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও মাল্টিমিডিয়া ইউনিট গড়ে উঠুক। আমাদের লক্ষ্য— জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে তুলে ধরা।”

সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার, বলেন, “নতুন দিনের সাংবাদিকতা— এই ধারণাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিট। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার নতুন সংস্কৃতি গড়ে উঠুক, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আসুক নতুনত্ব।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিট পুরান ঢাকাসহ ক্যাম্পাসের নানা কার্যক্রমের ডিজিটাল প্রচারে ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!