• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কবি নজরুল কলেজে প্রথম ক্যারাম বোর্ড টুর্নামেন্ট


কবি নজরুল কলেজ সংবাদদাতা নভেম্বর ১২, ২০২৫, ০৫:১৪ পিএম
কবি নজরুল কলেজে প্রথম ক্যারাম বোর্ড টুর্নামেন্ট

ছবি: প্রতিনিধি

পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কবি নজরুল সরকারি কলেজে 'ক্রীড়া সংঘ' আয়োজন করেছে ক্যারাম বোর্ড টুর্নামেন্ট। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত আটটায় কলেজের মুক্ত মঞ্চে টুর্নামেন্ট উদ্বোধন করেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম, সদস্য সচিব নাজমুল হাসান, ক্রীড়া সংঘের আয়োজক কমিটি, খেলোয়াড় ও সাধারণ শিক্ষার্থীরা।

ক্যারাম বোর্ড টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অর্থনীতি বিভাগ ও ইতিহাস বিভাগের মধ্যে খেলা হয়, যেখানে অর্থনীতি বিভাগ জয়লাভ করে।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুফিয়ান সরকার পারভেজ বলেন, 'প্রথমে ধন্যবাদ জানাই কবি নজরুল ক্রীড়া সংঘকে এত সুন্দর ও শিক্ষার্থীবান্ধব খেলা আয়োজনের জন্য। সারাদিন পড়ালেখার চাপের মধ্যে থাকার পর রাতে খেলায় অংশ নেওয়াটা আনন্দের। আলোর ব্যবস্থা আরও ভালো হলে খেলা আরও উপভোগ্য হতো।'

আয়োজক কমিটি জানিয়েছে, এই ক্যারাম বোর্ড টুর্নামেন্ট কলেজে প্রথমবার আয়োজন করা হলো। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও নেতৃত্বের চেতনা জাগিয়ে তুলাই মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেছেন, শিক্ষার্থীরা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের মেধা ও মনন বিকাশিত করবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!