• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বেসরকারি শিক্ষকদের জন্য একটি দুঃসংবাদ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৯, ২০২৫, ১২:২১ পিএম
বেসরকারি শিক্ষকদের জন্য একটি দুঃসংবাদ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কর্মসূচি আগামী জানুয়ারিতে শুরু হওয়ার কথা থাকলেও তা পেছানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সম্ভাব্য ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা হতে পারে। এর কারণে বদলির সফটওয়্যার তৈরি ও কার্যক্রম সময়মতো শুরু করা সম্ভব হচ্ছে না।

সরকারি কর্মকর্তারা জানান, নির্বাচনের সময় বেসরকারি শিক্ষকরা বিভিন্ন দায়িত্ব পালন করেন, তাই এই সময়ের মধ্যে বদলি কার্যক্রম চালানো কঠিন। ফলে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরই বদলি শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আশা করা যাচ্ছে, ২০২৬ সালের মার্চ মাস থেকে বদলি কার্যক্রম কার্যকর করা যেতে পারে।

বছর ধরে একই প্রতিষ্ঠানে থাকায় শিক্ষকদের বদলির প্রয়োজন থাকলেও সফটওয়্যার তৈরির জটিলতা এবং আদালতের বাধার কারণে প্রক্রিয়া বারবার স্থগিত হয়েছে। সম্প্রতি টেলিটকের মাধ্যমে সফটওয়্যার তৈরি করা হয়েছে এবং এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বদলির সুযোগ পাবেন বলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এবার নির্বাচনের কারণে বদলি কার্যক্রম আবারও অনিশ্চিত, ফলে শিক্ষকদের মধ্যে অপেক্ষার চাপ বৃদ্ধি পেয়েছে। শিক্ষা মন্ত্রণালয় পরিস্থিতি মনিটর করছে এবং নির্বাচন পরবর্তী সময়ে দ্রুত বদলির প্রক্রিয়া চালু করার প্রতিশ্রুতি দিয়েছে।

এম

Wordbridge School
Link copied!