• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিবন্ধনধারীদের বিষয়ে এলো বড় দুঃসংবাদ!


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৪, ২০২৫, ০৮:৪৮ পিএম
নিবন্ধনধারীদের বিষয়ে এলো বড় দুঃসংবাদ!

ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে জরুরি বৈঠকে ১–১২তম নিবন্ধনধারীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় শুরু হয়ে এক ঘণ্টা চলা এ সভায় তাঁদের নিয়োগ না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (মাধ্যমিক–২) মো. মিজানুর রহমান, যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক) হেলালুজ্জামান সরকার, সিনিয়র সহকারী সচিব (বেসরকারি মাধ্যমিক–২), এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহম্মদ নূরে আলম সিদ্দিকী এবং পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ।

সভা সূত্র জানায়, ১–১২তম নিবন্ধনধারীদের বিষয়ে এনটিআরসিএর কাছে বিস্তারিত জানতে চান সচিব রেহানা পারভীন। এনটিআরসিএ জানায়, এ নিবন্ধনধারীদের বয়স শেষ হয়ে যাওয়া এবং আদালতে ১৬৬টি মামলায় পরাজয়ের বিষয়টি দীর্ঘদিন ধরে সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। এসব কারণ বিবেচনায় সচিব তাঁদের নিয়োগ না দেওয়ার নির্দেশ দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ১–১২তম নিবন্ধনধারীদের নিয়োগের কোনো সুযোগ নেই। বিষয়টি সচিবকে জানানো হয়েছে এবং এনটিআরসিএ শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!