• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তাদের বিশেষ ভাতা দেবে সরকার


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৯, ২০২৫, ০৫:৩০ পিএম
প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তাদের বিশেষ ভাতা দেবে সরকার

ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার বলেছেন, দুর্গম হাওর, চর ও পাহাড়ি এলাকায় কর্মরত শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি টেকসই কাঠামো তৈরি করা হবে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো এবং শিক্ষার গুণগত মান উন্নয়ন নিয়ে আয়োজিত দুটি পৃথক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, ভৌগোলিকভাবে কঠিন পরিবেশে কাজ করা শিক্ষকদের অতিরিক্ত সুবিধা দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষ এবং জেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত সভায় জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর আয়োজন করে। এতে জেলা প্রশাসক ডা. শামীম আহমেদ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আতিকুর রহমানসহ মন্ত্রণালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা।

ডা. বিধান রঞ্জন পোদ্দার বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে সব প্রস্তুতি সম্পন্ন করা হবে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো, যেগুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেগুলো সংস্কার করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

শিক্ষার মান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিক স্তরে পাঠদানের পদ্ধতি, শিক্ষক প্রশিক্ষণ এবং বিদ্যালয়ের পরিবেশ আরও উন্নত করা হবে। তিনি জানান, কাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে একাডেমিক সাপোর্ট—সবকিছুতেই গতিশীলতা আনা হচ্ছে।

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবির প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য কাজ চলছে। তিনি জানান, মন্ত্রণালয় বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করছে।

আগামীকাল রোববার তিনি মনপুরা ও তজুমদ্দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময়সভায় অংশ নেবেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!