• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া 


কবি নজরুল কলেজ সংবাদদাতা নভেম্বর ২৯, ২০২৫, ০৫:৪৭ পিএম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া 

ফাইল ছবি

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে কবি নজরুল সরকারি কলেজে।

শনিবার (২৯ নভেম্বর) বাদ আছর কলেজের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এই মাহফিলে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম, যুগ্ম-আহ্বায়ক রোমান আহমেদ এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতিক। স্বৈরাচারী সরকার দীর্ঘদিন তাকে কারাগারে রেখে চিকিৎসা নেওয়ার সুযোগ দেননি। আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চাইছি। আল্লাহ তায়ালা অবশ্যই এত মানুষের দোয়া কবুল করবেন এবং আমাদের নেত্রী সুস্থ হয়ে ফিরে আসবেন, ইনশাআল্লাহ।”

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত সবাই মোনাজাত করে বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সুস্থতার জন্য।

ছাত্রদলের পক্ষ থেকে আরও বলা হয়, এই দোয়া ও মিলাদ তাদের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ। তারা বিশ্বাস করেন, নেত্রীর সুস্থতা শুধু ব্যক্তিগত বিষয় নয়, বরং দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাহফিল শেষে ছাত্রদলের নেতারা সকলের দোয়া ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনার আহ্বান জানান।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!