• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষকদের বেতন নিয়ে দু:সংবাদ, অপেক্ষায় শিক্ষকরা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১, ২০২৫, ০৯:১০ পিএম
শিক্ষকদের বেতন নিয়ে দু:সংবাদ, অপেক্ষায় শিক্ষকরা

ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে বেতন দেওয়ার লক্ষ্য থাকলেও আইবাসের কর্মকর্তা বিদেশে থাকায় এবার বেতনে কিছুটা দেরি হতে পারে বলে জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সেল সূত্র জানিয়েছে, নভেম্বর মাসের বেতনের সব প্রস্তাব প্রক্রিয়াকরণ শেষে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের আইবাস সিস্টেমে পাঠানো হয়েছে। তবে আইবাসের সংশ্লিষ্ট টেকনিক্যাল জনবল বিদেশ সফরে থাকায় বেতনের চূড়ান্ত অনুমোদন কিছুটা ধীর হবে।

ইএমআইএস সেলের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, নভেম্বর-২০২৫ সালের বেতনের ফাইল পাঠানো হয়েছে। আইবাসেও তথ্য আপলোড করা হয়েছে। কিন্তু টেকনিক্যাল টিম দেশে না থাকায় বেতনের চূড়ান্ত কাজ কয়েক দিন পিছিয়ে যাবে। তিনি জানান, সংশ্লিষ্ট কর্মকর্তারা ৪ ডিসেম্বর দেশে ফিরবেন। এরপর বেতন প্রক্রিয়াকরণ শুরু হলে ৮ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের ব্যাংকে বেতন পৌঁছাতে পারে।

প্রতি মাসে এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক অনলাইনে বেতনের বিল দাখিল করেন। তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতন ছাড়ের ব্যবস্থা করা হয়। চূড়ান্ত অনুমোদন মিললেই বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

সরকার ইতিমধ্যে বেতন-ভাতা প্রক্রিয়ায় ডিজিটাল বিল দাখিল ব্যবস্থা চালু করেছে। এতে প্রক্রিয়াটি আগের তুলনায় দ্রুত এবং স্বচ্ছ হলেও বিভিন্ন সময়ে আইবাসের টেকনিক্যাল জটিলতা অথবা কর্মকর্তা অনুপস্থিতির কারণে বেতনে দেরি হয়ে থাকে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!