ফাইল ছবি
ঢাকা: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬৮ হাজার শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চলতি সপ্তাহেই দেওয়া হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের অনুমতি পেলে দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে এক মন্ত্রণালয় কর্মকর্তা জানান, ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি গত বৃহস্পতিবারই দেওয়া হয়েছিল। তবে পদসংখ্যা নিয়ে কিছু সমস্যা দেখা দেওয়ায় এনটিআরসিএ সেটি সংশোধন করে পুনরায় আবেদন করেছে। রবিবার অফিস শুরুর পর সংশ্লিষ্ট ফাইল পুনরায় তোলা হবে।
অধিকর্তা আরও জানান, যেহেতু প্রাথমিকভাবে সব কাজ সম্পন্ন হয়ে গেছে, তাই অনুমতি দিতে বেশি সময় লাগার কথা নয়। চলতি সপ্তাহের যে কোনো সময়ে অনুমোদন দেওয়া সম্ভব।
প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এনটিআরসিএ-এর টেলিটক সিস্টেম অনুযায়ী মোট শূন্য পদের সংখ্যা ৭২ হাজারের কিছু বেশি। এর মধ্যে স্কুল-কলেজে ৩০ হাজার ২৭৯টি, মাদ্রাসায় ৪০ হাজার ৮৩৮টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৯১টি শূন্য পদ রয়েছে।
পরবর্তী ধাপে এই শূন্য পদের সঠিকতা যাচাই করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়। যাচাই শেষে প্রায় ৬৮ হাজার শূন্য পদের তথ্য চূড়ান্ত করা হয়। এই পদগুলোর বিপরীতে ৭ম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে এনটিআরসিএ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।
এসএইচ







































