• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৬৭ হাজার শিক্ষক নিয়োগে বড় সুখবর, অনুমোদন দিল শিক্ষা মন্ত্রণালয় 


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৪, ২০২৬, ০৩:৪১ পিএম
৬৭ হাজার শিক্ষক নিয়োগে বড় সুখবর, অনুমোদন দিল শিক্ষা মন্ত্রণালয় 

ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের ফলে যে কোনো মুহূর্তে শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রোববার (৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য এনটিআরসিএ মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছিল। যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয় সেটির অনুমোদন দিয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, মোট ৬৭ হাজার ২০৮টি শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। 

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে মোট ৭২ হাজার শূন্য পদের তথ্য পাওয়া গেছে।

এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩০ হাজার ২৭৯টি, মাদ্রাসা পর্যায়ে ৪০ হাজার ৮৩৮টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৯১টি শূন্য পদের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা নিবন্ধনধারী শিক্ষক প্রার্থীদের জন্য বড় সুযোগ তৈরি হবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!