ফাইল ছবি
ঢাকা: ২০২৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে উল্লেখ করা হয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং ২৭ মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষে পুনরায় স্বাধীনতার ঘোষণা দেন।
রোববার (২৮ ডিসেম্বর) এনসিটিবির ওয়েবসাইটে পাঠ্যবইগুলো আনুষ্ঠানিকভাবে আপলোড করা হয়। এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধানরঞ্জন রায় পোদ্দার অনলাইন সংস্করণ উন্মুক্ত করেন। জানা গেছে, আগামী ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে।
সপ্তম, অষ্টম এবং নবম-দশম শ্রেণির বইয়ে মুক্তিযুদ্ধের পটভূমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের ভূমিকা সীমিত বা অনুপস্থিত রাখা হয়েছে। তবে সপ্তম শ্রেণির বইয়ে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের উল্লেখ এবং বঙ্গবন্ধুর ছবি রয়েছে।
নতুন বইয়ে ২৬ মার্চ মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা এবং পরের দিন শেখ মুজিবুর রহমানের পক্ষে ২৭ মার্চ পুনরায় ঘোষণা দেওয়ার তথ্য উল্লেখ থাকলেও, আওয়ামী লীগের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।
এসএইচ







































