• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল, কী কারণ?


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৬, ২০২৬, ০৪:৩৩ পিএম
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল, কী কারণ?

ফাইল ছবি

ঢাকা:বাতিল করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা। পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। সোমবার (৫ জানুয়ারি) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিদপ্তরাধীন অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant-cum-Computer Typist) পদে নিয়োগের লক্ষ্যে যে প্রাথমিক বাছাই পরীক্ষা বা প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam) অনুষ্ঠিত হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

গত ২৬ নভেম্বর ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে ঠিক কী কারণে পরীক্ষাটি বাতিল করা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি; শুধুমাত্র ‘অনিবার্য কারণ’ (Unavoidable Circumstances) উল্লেখ করা হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বাতিল হওয়া এই পরীক্ষার নতুন সময়সূচি (Revised Exam Schedule) পরবর্তী সময়ে অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হবে। পরীক্ষার্থীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে অধিদপ্তর বলেছে, নতুন তারিখ ও নির্দেশনাবলি যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

পিএস

Wordbridge School
Link copied!