জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের আরও দুটি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সর্বশেষ ঘোষিত কেন্দ্র দুটি হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ।
বুধবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ভোটের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সহসভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ১০৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মো. রাকিব পেয়েছেন ৯৪ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ ১১২ ভোট পেয়ে এগিয়ে আছেন, যেখানে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কোবরা পেয়েছেন ৫৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ১০৫ ভোট। এ পদে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৮০ ভোট।
অন্যদিকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ৫১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মো. রাকিব পেয়েছেন ৩৯ ভোট। জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৪৬ ভোট, বিপরীতে ছাত্র ফ্রন্ট সমর্থিত ইভান তাহসীব পেয়েছেন ২৩ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা ৪২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, যেখানে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩০ ভোট।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এখন পর্যন্ত ছয়টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মোট ৫৮৪ ভোট পেয়েছেন। একই পদে ছাত্রদল সমর্থিত প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যা ৫২৭।
এর আগে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চারটি বিভাগের ফলাফল ঘোষণা করা হয়। এসব কেন্দ্র হলো— ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোক প্রশাসন ও ফার্মেসি বিভাগ। ওই চার কেন্দ্রের মধ্যে তিনটিতে শিবির সমর্থিত ভিপি প্রার্থী এগিয়ে রয়েছেন এবং একটি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়ে আছেন।
এম







































