• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের চেষ্টা গণতন্ত্রবিরোধী:  ডাকসু ভিপি


ঢাবি প্রতিনিধি জানুয়ারি ১৯, ২০২৬, ০৭:২৯ পিএম
ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের চেষ্টা গণতন্ত্রবিরোধী:  ডাকসু ভিপি

ছবি: প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি সাদিক কায়েম বলেছেন, পরিকল্পিতভাবে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার চেষ্টা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতার শামিল। তিনি বলেন, আদালতে যাওয়া বা নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়ে নির্বাচন স্থগিত করার চেষ্টা গণতন্ত্রবিরোধী অবস্থান ছাড়া কিছু নয়।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ডাকসু ভবনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন চার সপ্তাহ পিছিয়ে দেওয়ার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, “জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচন ছিল অন্যতম প্রধান দাবি। সেই দাবির বাস্তবায়ন হিসেবেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে একটি অনন্য গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছিল। পরবর্তীতে দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা প্রমাণ করে—এই নির্বাচনে কোনো রাজনৈতিক দল নয়, বরং গণতন্ত্রই বিজয়ী হয়েছে।”

ডাকসু ভিপি অভিযোগ করেন, যারা একসময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সহযোদ্ধা ছিল, তারাই এখন নির্বাচন বন্ধের পক্ষে অবস্থান নিচ্ছে। একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের চাপ ও রিট আবেদনের মাধ্যমে শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করা লজ্জাজনক।

তিনি বলেন, “ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যারা প্রকাশ্যে বা গোপনে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায়, ছাত্রসমাজ তা কখনোই মেনে নেবে না।”

ডাকসু এজিএস মহিউদ্দিন খান বলেন, “শাকসুর শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ হলো সুষ্ঠু ও নিরপেক্ষ ছাত্র সংসদ নির্বাচন।”

ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, “ইতোমধ্যে অনুষ্ঠিত নির্বাচনগুলো প্রমাণ করেছে-ক্যাম্পাসে কোনো অস্থিতিশীলতা নেই। যারা নির্বাচন চায় না, তারা নতুন করে কর্তৃত্ববাদী রাজনীতির ইঙ্গিত দিচ্ছে।”

এসএইচ 


 

Wordbridge School
Link copied!