বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সপ্তম নিয়োগ (বিশেষ) বিজ্ঞপ্তির ফলাফল চলতি সপ্তাহেই প্রকাশ পেতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফল চূড়ান্ত করার কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে।
এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানান, ফল প্রস্তুতের প্রায় সব ধাপ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার অথবা বুধবার ফল প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, আবেদনকারীদের তথ্য যাচাই ও মেধাক্রম নির্ধারণের কাজ ইতোমধ্যে শেষের পথে। এখন কেবল চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া বাকি রয়েছে।
জানা গেছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ৬৭ হাজার ২০৮টি শূন্য পদের বিপরীতে সপ্তম নিয়োগ (বিশেষ) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ নিয়োগে আবেদন গ্রহণ শুরু হয় ১০ জানুয়ারি, যা শেষ হয় ১৭ জানুয়ারি।
এম







































