• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জেনে নিন সানি লিওন সম্পর্কে কিছু অজানা তথ্য


বিনোদন ডেস্ক মে ১৩, ২০১৬, ০৬:৩৮ পিএম
জেনে নিন সানি লিওন সম্পর্কে কিছু অজানা তথ্য

আজ শুক্রবার সানি লিওনের জন্মদিন। তাঁকে নিয়ে তো মানুষের আগ্রহের কোনো শেষ নেই। সানি মানেই মানুষের উন্মাদনা। এবার তাই সানি লিওন সম্পর্কে জেনে নিন এমন কিছু তথ্য, যেগুলো হয়তো আপনি জানেন না।

১. সানি লিওনের স্টেজে পারফর্ম করার জন্য আরও একটি নাম আছে। সেটি হলো কারেন মালহোত্রা।

২. সানির উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। আর তাঁর ওজন ৫০ কেজি।

৩. সানি লিওন একজন নার্স হতে চেয়েছিলেন। কিন্তু পরে তিনি হয়ে যান পর্নস্টার। আর এখন তো তিনি বলিউড ফিল্মের অভিনেত্রীও বটে।

৪. জিসম ২ দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় সানি লিওনের। কিন্তু তাঁর বলিউডে ডেব্যু হওয়ার কথা ছিল মোহিত সুরির কলিযুগ ফিল্ম দিয়ে। কিন্তু টাকায় না পোষানোয় সানি ওই ফিল্ম করেননি।

৫. বলিউড ফিল্মে কাজ শুরুর আগে সানি লিওন মোট চারবার ভারতে ঘুরতে এসেছিলেন।

৬. সানি শুধু পর্ন ফিল্মে অভিনয়ই করেননি। ৪২টি পর্ন ফিল্ম তিনি পরিচালনা করেছেন!

৭. সানি লিওনের আসল নাম হলো করণজিত কৌর বোহরা। সূত্র : জি নিউজ

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!