• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নতুন পেশায় শিল্পা শেঠি


বিনোদন ডেস্ক ডিসেম্বর ৬, ২০২০, ০৯:২০ এএম
নতুন পেশায় শিল্পা শেঠি

ঢাকা: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। সারোগেসির মাধ্যমে রাজ কুন্দ্রা ও শিল্পার ঘরে কন্যা জন্ম নেয়। অভিনয় ও সংসার একসঙ্গেই সামলাচ্ছেন এই তারকা। তবে সবকিছু ছাপিয়ে এবার উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ ঘটছে শিল্পী শেঠির। 

মুম্বাই শহরের ওরলিতে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করছেন তিনি। রেস্টুরেন্ট চেইন বাস্টিয়ানের সহ-মালিক হয়েছেন এই অভিনেত্রী। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ডেকোরেশনের কাজ। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে রেস্টুরেন্টটির উদ্বোধন করতে যাচ্ছেন শিল্পা শেঠি। 

উদ্বোধনের আগে গত শুক্রবার রাতে সেখানে বন্ধু রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজাকে আমন্ত্রণ জানিয়েছিলেন শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্রা। রীতেশের ভাই ধীরজকেও দেখা গেছে তাদের সঙ্গে। তারা সবাই সেই রেস্টুরেন্টের ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। খাবার পরখ করে দেখেছেন বলেও জানিয়েছেন। তবে এই অভিনেত্রীর নতুন রেস্টুরেন্টটির উদ্বোধন ঠিক কবে হবে, তা এখনো ঘোষণা করা হয়নি।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!