• ঢাকা
  • সোমবার, ১৭ জুন, ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

দ্বিতীয় টেস্টেও আলমগীরের করোনা পজিটিভ


বিনোদন ডেস্ক মে ১, ২০২১, ০৪:০৫ পিএম
দ্বিতীয় টেস্টেও আলমগীরের করোনা পজিটিভ

ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন চিত্রনায়ক আলমগীরের  দ্বিতীয় টেস্ট রিপোর্টেও তার করোনা পজিটিভ এসেছে। বর্তমানে তার শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে। 

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জায়েদ খান বলেন, ‘প্রতিদিন আলমগীর ভাইয়ের খোঁজ নিচ্ছি। তিনি ভালো আছেন। তবে তার দ্বিতীয়বার করোনা পরীক্ষা করানো হয়েছে। সেকেন্ড টেস্টেও পজিটিভ এসেছে। যে কারণে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে।’

আলমগীরের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি গত ২০ এপ্রিল নিশ্চিত করেন তার স্ত্রী ও সংগীতশিল্পী রুনা লায়লা। এর আগে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। এরপর গত ১৮ এপ্রিল চিকিৎসকের পরামর্শে করোনা টেস্ট করান আলমগীর। পজিটিভ রিপোর্ট আসায় তাকে তখন হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক টানাপড়েন, সামাজিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রে সফল আলমগীর। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!