• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘অন্তরালে’ পরীমনি


বিনোদন প্রতিবেদক জুন ৭, ২০২১, ০৩:৩০ পিএম
‘অন্তরালে’ পরীমনি

ঢাকা : চলচ্ছিত্র নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম ওয়েব চলচ্চিত্র ‘অন্তরালে’ এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি।

এ চলচ্চিত্রে অর্পিতা নামে বনেদি হিন্দু পরিবারের গৃহধূর চরিত্রে দেখা যাবে পরীমনিকে। কয়েকদিন আগে তিনি অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন নির্মাতা চয়নিকা।

চয়নিকা সংবাদমাধ্যমকে জানান, করোনাভাইরাস পরিস্থিতি ও আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মাসের শেষভাবে ছবির দৃশ্যধারণ শুরুর পরিকল্পনা রয়েছে তাদের।

ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্রযোজনায় এ ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।

এর আগে পরীমনিকে নিয়ে প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ নির্মাণ করেছেন নির্মাতা চয়নিকা। ছবিটি ২০২০ সালের ১১ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছে।

দ্বিতীয় চলচ্চিত্রেও পরীমনিকে নেয়ার ব্যাখ্যায় চয়নিকা বলেন, ‘প্রথমত, পরীমনি চরিত্রের সঙ্গে যায়। চরিত্রটা দেখতে সুন্দর, নাচ-গান-আবৃত্তি জানে, ভালো রান্না করতে পারে। এক কথায় অপরূপা সুন্দরী মেয়ের চরিত্র এটি। এই চরিত্রের মধ্যে আমি পরীমনিকে দেখতে পাই।

‘দ্বিতীয়ত, বিশ্বসুন্দরী’র পর পরীমনির সঙ্গে আমার সখ্যতাটা অনেক ভালো হয়েছে। তার সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো। ফলে কাজটা আরও আন্তরিকভাবে করা যাবে।’

শুটিং শেষে ছবিটি একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে বলেও জানান চয়নিকা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!