• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিজয়-পূজার অনন্য রেকর্ড!


বিনোদন ডেস্ক মার্চ ২২, ২০২২, ০৪:১৬ পিএম
বিজয়-পূজার অনন্য রেকর্ড!

ঢাকা : আগামী এপ্রিলে আসছে থালাপতি বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘বিস্ট’। এই সিনেমার একটি গান ইউটিউবে প্রকাশ পেয়েছে। গানটি এক মাসের মধ্যেই এর ভিউ ছাড়িয়ে গেছে ২০০ মিলিয়ন! দক্ষিণ ভারতের যেকোনো সিনেমার গানের ক্ষেত্রে সবচেয়ে কম সময়ে এই মাইলফলক স্পর্শ করেছে গানটি।

গত ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হয় ‘অ্যারাবিক কুথু’। বর্তমানে এর ভিউ ২০ কোটি ৩৩ লাখের বেশি। ৫ মিলিয়নের বেশি লাইক রয়েছে গানটিতে। আরো চমকপ্রদ ব্যাপার হলো, গানটি প্রকাশিত হয়েছে লিরিক্যাল ভিডিও আকারে। সেটা দিয়েই বিরল রেকর্ড তৈরি করলেন থালাপতি।

‘বিস্ট’ সিনেমায় বিজয়ের নায়িকা পূজা হেগড়ে। তাদের নাচের কিছু অংশ গানের চিত্রে ব্যবহার করা হয়েছে। তাতেই ইন্টারনেটে ওঠে ঝড়। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই গানের অসংখ্য রিল ভিডিও দেখা যায়।

উল্লেখ্য, ‘বিস্ট’ সিনেমাটি নির্মাণ করেছেন নেলসন। সান পিকচারস প্রযোজিত অ্যাকশন-কমেডি ধাঁচের সিনেমাটির মুক্তির তারিখ অবশ্য এখনো ঘোষণা করা হয়নি। তবে জোর গুঞ্জন রয়েছে, এপ্রিলেই মুক্তি পাবে।  

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!