• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফের করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন


বিনোদন ডেস্ক আগস্ট ২৪, ২০২২, ০১:৪২ পিএম
ফের করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

ঢাকা : আবারো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের বাদশাহ অমিতাভ বচ্চন।

বুধবার (২৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১১টা ২৫ মিনিটে সোশ্যাল মিডিয়ায় এক টুইটবার্তায় অমিতাভ জানান, দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছেন তাদেরও কোভিড পরীক্ষার অনুরোধ করেছেন এই বলিউড সুপারস্টার।

এই বলিউড সুপারস্টার বলেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার ধারের কাছে এবং সংস্পর্শে এসেছিলেন, তারা অনুগ্রহ করে পরীক্ষা করে নিবেন।

এর আগে ২০২০ সালের প্রথম ঢেউয়ের সময়ও করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। প্রাথমিকভাবে অমিতাভের ছেলে অভিষেকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। এরপর অমিতাভ ও অভিষেকের স্ত্রী ঐশ্বর্যও মহামারি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। পরে সুস্থ হয়ে আগস্টে বাড়ি ফিরেছিলেন। কাজও শুরু করেছিলেন তিনি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!