• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

‘বেদের মেয়ে জোসনা’র রেকর্ড ভাঙছে ‘প্রিয়তমা’?


বিনোদন প্রতিবেদক জুলাই ১৯, ২০২৩, ১২:০২ পিএম
‘বেদের মেয়ে জোসনা’র রেকর্ড ভাঙছে ‘প্রিয়তমা’?

ঢাকা : এবার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমাটি দেশের সর্বাধিক আয়ের সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’র রেকর্ড ভাঙতে চলেছে। মুক্তির তৃতীয় সপ্তাহেও দেশ ও দেশের বাইরে একযোগে প্রশংসিত, সেইসঙ্গে ব্যবসাও করছে শাকিব খানের সিনেমাটি।

১৯৮৯ সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমাটি দেশের সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ব্যবসা করেছিল, প্রায় বিশ কোটি টাকা। ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ জুটির এ সিনেমার কাহিনিই নয়, গানও দর্শকের মন ছুঁয়ে যায়। সিনেমাটির টাইটেল গান ‘বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে’ এতটাই জনপ্রিয় যে বলিউডে এ গানের সুর একাধিকবার ব্যবহার করেছেন বিভিন্ন সঙ্গীত শিল্পী ও সুরকাররা।

১,২০০ সিনেমা হলে প্রদর্শিত হওয়া সেই সিনেমার আয়ের রেকর্ড ভাঙার পথে মাত্র ১০৭ হলে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’! মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও দেশ ও দেশের বাইরে চলছে ১৫২টি হলে। সবচেয়ে দ্রুততম সময়ে ব্যবসাসফল সিনেমার তালিকায় নাম লেখাল এটি।

সিনেমাটির আয় সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় ছবিটির পরিচালক হিমেল আশরাফের ফেসবুক পোস্টে। তিনি জানিয়েছেন, দেশের ১০৭টি হলে প্রথম সপ্তাহে সিনেমাটির আয় হয়েছে ১০ কোটি ৩০ লাখ টাকা। দ্বিতীয় সপ্তাহে দুই হল বেড়ে ১০৯টি হলে আয় করে ৮ কোটি ৫৫ লাখ।

তৃতীয় সপ্তাহে দেশের হলসংখ্যা কমে ৮৪-তে নেমে এলে সপ্তাহের আয় জানা যায়নি। তবে দেশের বাইরে আমেরিকা ও কানাডায় মুক্তির প্রথম সপ্তাহেই আয় করে ৮৪ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ লাখ ৭২ হাজার টাকা। নতুন আপডেট পাওয়ার আগেই এ পর্যন্ত আয়ে
‘বেদের মেয়ে জোসনা’র রেকর্ড আয় প্রায় ছুঁয়ে ফেলেছে ‘প্রিয়তমা’। অর্থাৎ খুব শিগগিরই আয়ের রেকর্ড ভাঙছে শাকিব অভিনীত সিনেমা।

তবে গত প্রায় ৩৪ বছরের মুদ্রাস্ফীতি এবং টাকার মানের বিষয়টি বিবেচনায় নিলে এখনো সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় ধরাছোঁয়ার বাইরে ‘বেদেরে মেয়ে জোসনা’।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!