• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বক্স অফিসে ‘জাওয়ান’ সুনামি, চার দিনে ৫০০ কোটিতে


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ১১, ২০২৩, ০৪:০৭ পিএম
বক্স অফিসে ‘জাওয়ান’ সুনামি, চার দিনে ৫০০ কোটিতে

ঢাকা : সবচেয়ে কম সময়ে বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির বক্স অফিস কালেকশন করেছে শাহরুখ খানের ‘জাওয়ান’, যা বলিউড সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড। শুধু তাই নয়, একই বছরে দুটি পাঁচশ কোটিরও বেশি কালেকশন দেওয়া সিনেমা আর কোনো ভারতীয় তারকার রেকর্ডে নেই।

৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়া এ সিনেমা নিয়ে প্রথম দিন থেকেই রীতিমতো উৎসব চলছে। হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। যার ফলে ব্যবসাও করছে দাপিয়ে।

বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এটিকে আখ্যা দিয়েছেন ‘সুনামি, হারিকেন, টাইফুন’ ইত্যাদি নামে। তার দেওয়া তথ্য অনুসারে, প্রথম তিন দিনে শুধু হিন্দি ভার্সনেই ‘জাওয়ান’র কালেকশন যথাক্রমে ৬৫ কোটি ৫০ লাখ, ৪৬ কোটি ২৩ লাখ এবং ৬৮ কোটি ৭২ লাখ রুপি। যেটা যেকোনও হিন্দি সিনেমার ক্ষেত্রেই সর্বোচ্চ।

জানা গেছে, চতুর্থ দিন (১০ সেপ্টেম্বর) ভারতজুড়ে তিনটি ভাষায় ‘জাওয়ান’ কালেকশন করেছে ৮১ কোটি রুপি। চার দিন শেষে শুধু ভারতেই এর টিকিট বিক্রির পরিমাণ ২৮৭ কোটি ৬ লাখ রুপি।

বক্স অফিস বিশ্লেষক রমেশ বালার তথ্য মতে, চার দিনেই বিশ্বব্যাপী কালেকশনে ৫০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে ‘জাওয়ান’। তার ভাষ্য, ‘আন্তর্জাতিক বাজারে বিশ্বের সব সিনেমার মধ্যে ‘জাওয়ান’ দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর উত্তর আমেরিকার বাইরে এর অবস্থান এক নম্বর।’

অ্যাটলি কুমার পরিচালিত ‘জাওয়ান’ সিনেমার বাজেট ৩০০ কোটি রুপি। গৌরি খান প্রযোজিত এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছেন নয়নতারা। আরও রয়েছেন বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার প্রমুখ। অতিথি চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত। সূত্র: ইন্ডিয়া টুডে

এমটিআই

Wordbridge School
Link copied!