• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৩০০ কোটির ক্লাব ছাড়িয়ে ‘ফাইটার’


বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ৬, ২০২৪, ১২:৪১ পিএম
৩০০ কোটির ক্লাব ছাড়িয়ে ‘ফাইটার’

ঢাকা: হৃতিক-দীপিকা অভিনীত ফাইটার ছবিটির ব্যবসা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত একদমই ভালো ব্যবসা করতে পারেনি। টিমটিম করে আয় করেছে এই ছবি। তবে শনি-রবি আসতেই বদলালো ছবিটা। 

দ্বিতীয় সপ্তাহান্তে বেশ ভালোই আয় করল এই ছবি। উইকডেজের তুলনায় এই সময়টায় ফাইটার অনেকটাই বেশি আয় করেছে। শনি-রবিবার আয়ের মাত্রা ৯০ শতাংশ বেড়েছে!

মুক্তির ১১ দিনে ভারতীয় বক্স অফিসে ১৭৫ কোটি রুপি আয় করে নিয়েছে এ সিনেমা। বিশ্বব্যাপী আয় ৩০০ কোটি রুপি ছাড়িয়েছে ‘ফাইটার’। 

২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ সিনেমাটি। রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিন ২২.৫ কোটি রুপি আয় করে। দ্বিতীয় দিন ৩৯.৫ কোটি, এরপর শনি ও রবি সেই আয়ের পরিমাণ বেশ খানিকটা কমে দাঁড়ায়। দুদিনে ২৭.৫ এবং ২৯ কোটি লাভ হয়।

পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এটি হৃতিকের তৃতীয় সিনেমা। বরাবরই সিদ্ধার্থ আর হৃতিকের জুটি বলিউডে জনপ্রিয় হবে। প্রথম সিনেমা ‘ব্যাং ব্যাং’ এবং দ্বিতীয় সিনেমা ছিল ‘ওয়ার’।

‘ফাইটার’ সিনমোয় বিমানসেনার চরিত্রে দেখা গেছে হৃতিক রোশন এবং দীপিকা পাডুকোনকে। সঙ্গে ছিলেন অনিল কাপুরও। ‘পাঠান’ এবং ‘ওয়ার’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দই এ সিনেমারও নির্দেশক। পরিচালক সিনেমাটিতে দেশপ্রেম জাগিয়ে তুলেছেন সুনিপুণ কায়দায়।

ভারতীয় বিমানবাহিনীর এয়ার ড্রাগন ইউনিটের দুই সদস্য হৃত্বিক এবং দীপিকা, যার কমান্ডিং অফিসার হিসেবে অনিল কাপুর ওরফে ‘রকি’ রয়েছেন। বক্স অফিসের পাশাপাশি দর্শক ও সমালোচক মহলেও প্রশংসা পাচ্ছে সিনেমাটি।

এআর

Wordbridge School
Link copied!