• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কখনোই বিয়ে করবেন না সালমান খান 


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৩:৫৩ পিএম
কখনোই বিয়ে করবেন না সালমান খান 

ঢাকা: বিয়ের প্রসঙ্গ থেকে বরাবরই বহু দূরে থাকেন বলিউডের ভাইজান সালমান খান। এটা সত্য সালমানের জীবনে একাধিক নারী এসেছিল। তাদের মধ্যে সবচেয়ে বেশি চর্চিত নাম ঐশ্বরিয়া রায় বচ্চন। ভক্তদের ধারণ ঐশ্বরিয়ার প্রেমে অন্ধ হয়েই এখনও সিঙ্গেল দাবাং তারকা। আজো তাকেই ভালোবাসেন সালমান। বিভিন্ন অনুষ্ঠানে দুজনে হাজির হলেও চর্চা হয় ব্যাপক।

তবে কী আর বিয়ে করবেন না সালমান। সম্প্রতি আইফা এওয়ার্ডের মঞ্চেও ফের বিয়ের পিঁড়িতে বসা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ভাইজান। তারকাদের সমারোহে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাঝেই এক সাংবাদিক সালমানকে বলে বসেন যে তিনি নায়ককে বিয়ে করতে চান। প্রথমে সালমন মজা করে উত্তরে জানিয়েছিলেন যে তিনি কি শাহরুখ খানের কথা বলছে? পরে বিয়ের প্রস্তাব শুনে সালমান বলেন, “আমার বিয়ের বয়স পার হয়ে গিয়েছে। আরও ২০ বছর আগে আমায় এই প্রস্তাবটা দিলে ভেবে দেখতে পারতাম।”

আগেও বহুবার বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছে নায়ককে। সালমান সব সময়ই এড়িয়ে গেছেন বিষয়টি। তবে আগে এক সাক্ষাত্‍কারে জানিয়েছিলেন বিয়ে না করার কারণ। আসলে নায়কের নামে অনেকগুলো মামলা চলছে আদালতে। এই পরিস্থিতিতে কোনো নতুন মানুষকে নিজের জীবনের সঙ্গে জড়াতে রাজি নন তিনি। ফলে বিয়ের সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি।

এখানেই শেষ নয়। তার বাড়ি তাক করে দুই ব্যক্তি গুলি বর্ষণ করে। এছাড়া একের পর এক মৃত্যুর হুমকিও তার বিয়ে না করার কারণ হিসেবে জানা যায়।

ইউআর

Wordbridge School
Link copied!