• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিজের নায়ক হিসেবে শাকিব খানকে চান শখ


বিনোদন ডেস্ক: অক্টোবর ১৬, ২০২৪, ০৮:১২ পিএম
নিজের নায়ক হিসেবে শাকিব খানকে চান শখ

ঢাকা: আনিকা কবির শখ বিজ্ঞাপনের মডেল হয়ে তারকা বনে যান। পরবর্তীতে নাটকে নিয়মিত হন তিনি। ‘বলো না তুমি আমার’ ও ‘অল্প অল্প প্রেমের গল্প’ নামে দুটি সিনেমাতেও দেখা যায় তাকে। তবে চলচ্চিত্রে নিয়মিত হননি এই সুন্দরী।

বিয়ে ও সন্তানের জন্মের পর মিডিয়া থেকে দূরে সরে যান শখ। ফিরেছেন নাটকে অভিনয়ের মাধ্যমে। আবারও শোবিজে তার ব্যস্ততা বেড়েছে।

গত মাসে ‘অদ্ভুত পরিবার’ নামে এক ধারাবাহিকে কাজ শেষ করেছেন এই অভিনেত্রী।

এদিকে সিনেমা করলে নায়ক হিসাবে কাকে চান এমন প্রশ্নে শখ বলেন, সিনেমার জন্য অবশ্যই নায়ক হিসেবে শাকিব খানকেই চাই। কারণ শাকিব ভাই সুপারস্টার। তার সঙ্গে আমার একবার পর্দা ভাগাভাগি হয়েছে, দর্শকরা অনেক পছন্দও করেছে, মনে হয় এবারও পছন্দ করবে, অন্য আঙ্গিকে। একজন শিল্পী হিসেবে বলব, আমি সবার সঙ্গেই কাজ করতে চাই।

এছাড়া নাটকের জুটি প্রসঙ্গে শখের ভাষ্য, মিডিয়াতে এখন সিন্ডিকেট বলতে ব্যাপার আছে। সে জায়গা থেকে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমি কেমন সমস্যার সম্মুখীন হই, আমি বলব যে আমি কোনো সমস্যা ফেস করি না। সিন্ডিকেটের কথাটি আমি এ জন্যই তুলছি, সব শিল্পীরা এখন জোড়ায় জোড়ায় কাজ করছে। তাতে অনেক সময় দর্শকরা কনফিউজড হয়ে যায়। 

আইএ

Wordbridge School
Link copied!