• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রথম দিনেই পুষ্পা টু’র ঐতিহাসিক রেকর্ড!


বিনোদন ডেস্ক ডিসেম্বর ৬, ২০২৪, ০২:৫৩ পিএম
প্রথম দিনেই পুষ্পা টু’র ঐতিহাসিক রেকর্ড!

ঢাকা: গেল বৃহস্পতিবার ভারতজুড়ে মুক্তি পায় বহুল প্রত্যাশিত ছবি পুষ্পার দ্বিতীয় সিক্যুয়েল ‘পুষ্পা টু: দ্য রুল’। এখন পর্যন্ত মুক্তি পাওয়া বক্স অফিসে সবচেয়ে বড় ভারতীয় ছবি এটি। শুধু তাই নয়, মুক্তির দিনেই ভারতীয় সিনেমার ইতিহাসে এক ঐতিহাসিক রেকর্ড গড়েছে আল্লু আর্জুন অভিনীত এই ছবি।

এক রিপোর্টে স্যাকনিল্ক জানিয়েছে, ভারতসহ বিশ্বব্যাপী বক্স অফিসে প্রথম দিনেই ৩০০ কোটি ছাড়িয়ে যেতে পারে ‘পুষ্পা টু’র সংগ্রহ। ইতোমধ্যে ছবিটি শুধু ভারতের বাজার থেকে শুরুর দিনেই সংগ্রহ করে নিয়েছে ২৩৩ কোটি। খবর টাইমস অফ ইন্ডিয়া।

প্রতিবেদন অনুসারে, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে আনুমানিক ১০৫ কোটি সংগ্রহ করা হয়েছে। এছাড়াও ছবিটি কর্ণাটক থেকে ২০ কোটি, তামিলনাড়ু থেকে ১৫ কোটি, এবং কেরালা থেকে ৮ কোটি রুপি সংগ্রহ করবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্টে আরও জানানো হয়েছে, ছবিটি ভারতের বাকি রাজ্য থেকে আনুমানিক ৮৫ কোটি সংগ্রহ করতে পারে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে ছবিটির অগ্রিম বুকিংয়েও অসাধারণ প্রতিক্রিয়া দেখা গেছে। সেক্ষেত্রে বিদেশি বক্স অফিস থেকে ৭০ কোটি সংগ্রহ করতে পারে।

এদিকে হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, ত্রিপল আর, বাহুবলী, কেজিএফ এর মতো ফ্র্যাঞ্চাইজিকেও টপকে একদিনের আয়ের শীর্ষে অবস্থান করছে ‘পুষ্পা টু’। ছবির অনলাইন টিকেট বিক্রেতা আশিস সাকসেনা জানিয়েছেন, ‘পুষ্পা টু: দ্য রুল আনুষ্ঠানিকভাবে ইতিহাস নতুন করে লিখেছে, অগ্রিম বিক্রিতে ৩০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। এই ব্লকবাস্টার ঘিরে উন্মাদনা স্পষ্ট। ছবিটির জন্য এটি শুধু রেকর্ড-ব্রেকিং মাইলফলকই নয়, বরং ভারতীয় সিনেমার জন্য একটি স্মরণীয় মুহূর্তও।’

ইউআর

Wordbridge School
Link copied!