• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অর্জুন-মালাইকার ভাঙা মন জোড়া লাগতে সময় কতক্ষণ!


বিনোদন ডেস্ক: জানুয়ারি ১১, ২০২৫, ০৮:৫৬ পিএম
অর্জুন-মালাইকার ভাঙা মন জোড়া লাগতে সময় কতক্ষণ!

ঢাকা: আবারও একসঙ্গে দেখা মিলল মালাইকা আরোরা ও অর্জুন কপূরের। শুক্রবার রাতের এক অনুষ্ঠান ফের এই জল্পনাই উস্কে দিল। এদিন একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের ‘প্রাক্তন’ এই জুটি। সেখান থেকেই জল্পনার সূত্রপাত।

গত বছরে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা ও অর্জুন। তা নিয়ে হয়েছে বিস্তর জলঘোলা। বিচ্ছেদের পর থেকে দুই তারকার সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার ভেসে উঠেছে মন ভাঙার পোস্ট।

তবে মালাইকা সম্পর্ক নিয়ে খোলাখুলি কোনও কথা বলেননি। অন্যদিকে অক্টোবরে এক অনুষ্ঠানে গিয়ে জনসমক্ষে অর্জুন জানিয়েছিলেন, তিনি ‘সিঙ্গেল’। সেদিনই একপ্রকার বিচ্ছেদের জল্পনায় পড়েছিল সিলমোহর।

ফের শুক্রবার এক অনুষ্ঠানে দেখা যায় প্রাক্তন জুটিকে। মালাইকা এদিন নজর কেড়েছিলেন কালচে লাল রঙের চামড়ার লম্বা পোশাকে। মালাইকার এই সাজ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চায়। 

অন্যদিকে অর্জুনের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও টিশার্ট। দু’জনকেই অনুষ্ঠানে প্রবেশ করতে ও বেরিয়ে আসতে দেখা গেছে এদিন। কিন্তু একসঙ্গে ক্যামেরাবন্দি করা যায়নি তাদের। 

গত বছর জুন মাসে মালাইকা-অর্জুনের বিচ্ছেদের খবর প্রথম শোনা গিয়েছিল। দু’জনের এক ঘনিষ্ঠ সূত্রও বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিয়েছিলেন। বিচ্ছেদ হলেও নাকি সৌজন্য বজায় থাকবে, জানিয়েছিলেন সেই সূত্র।

কিন্তু তারপরেই অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি চোখে পড়ে অনুরাগীদের। তবে মালাইকার বাবার মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়েছিলেন অর্জুন। দুঃসময়ে প্রাক্তন প্রেমিকার পাশে ছিলেন তিনি।

আইএ

Wordbridge School
Link copied!