• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাফুফের অনুষ্ঠানের মধ্যমণি ‘আলো আসবেই’ গ্রুপের ভাবনা 


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০২৫, ১২:৩৬ পিএম
বাফুফের অনুষ্ঠানের মধ্যমণি ‘আলো আসবেই’ গ্রুপের ভাবনা 

ঢাকা: বিতর্কিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডে জনগণের তোপের মুখে পড়েছিলেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ কাণ্ডে নিজের নাম লিখিয়েছেন এ অভিনেত্রী। 

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে সবাইকে গ্রুপে অ্যাড করা হয় যারা মূলত আওয়ামী লীগ সমর্থক হিসেবে রয়েছে। 

এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অ্যামপিউটি ফুটবল উৎসব ‘তারুণ্যের উৎসব ২০২৫’ -এ যেখানে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে ফুটবল উৎসবের আয়োজন করা হয়েছিল। আর এখানে আশনা হাবিব ভাবনাকে বাফুফের অনুষ্ঠানের মধ্যমণি করে ডাকা হয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাফুফের ফেসবুক পেজ থেকে ভাবনাকে ট্যাগ করে অ্যামপিউটি ফুটবল উৎসবের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যায়, জুলাই অভ্যুত্থানে আহত ছাত্রদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন ভাবনা। 

সেই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা ভাবনা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা করেছেন। একজনের ভাষ্য, ‘আলো আসবেই গ্রুপের অন্যতম শয়তান ভাবনাকে নিয়ে পুরস্কার দেয়া হচ্ছে। আমাদের কি ভুলে যাওয়ার রোগ হয়েছে? তরুণদের উপর গরম পানি ছুড়ে মারা সহ আওয়ামী পান্ডাদের সমর্থনে তার ভূমিকা আমাদের ভুলে যাওয়া চলবে না।’

উল্লেখ্য, ছোট পর্দায় দীর্ঘদিনের অভিনয়ের পর ২০১৭ সালে ভয়ংকর সুন্দর সিনেমা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভাবনা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন তিনি। 

ইউআর

Wordbridge School
Link copied!