• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘সিঙ্গেল মাদার’ অভিনেত্রী মাকে বিয়ে দিলেন মেয়ে


বিনোদন ডেস্ক জানুয়ারি ২৬, ২০২৫, ১১:৫০ এএম
‘সিঙ্গেল মাদার’ অভিনেত্রী মাকে বিয়ে দিলেন মেয়ে

ঢাকা: মাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে এক মুহূর্তের জন্যেও সঙ্গ ছাড়েননি, যেন হাতে ধরেই বিয়ে সেরে দিয়েছেন অভিনেত্রীর। অভিনেত্রীর বিয়েতে তার মেয়ের অংশগ্রহণ ও অভিনেত্রী কন্যার হবু বাবার সঙ্গে খুনসুটিতে মেতে ওঠার মুহূর্ত মন কাড়ে সবার।

ওপার বাংলার টেলি অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি সম্প্রতি তার দ্বিতীয় বিয়ে সম্পন্ন করেছেন। সেই বিয়ের অনুষ্ঠানে মেতে উঠতে দেখা যায় অভিনেত্রীর ১৭ বছরের মেয়েকেও।

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লাল শাড়িতে বিয়ের সাজে সেজে উঠেছেন মল্লিকা। চারপাশে পরিবারের সদস্য এবং বন্ধুরা তার সঙ্গে।

এ সময় মল্লিকার সঙ্গে তার মেয়ের সাবলীল উপস্থিতি মন কাড়ে দর্শকদের। মায়ের সঙ্গে ম্যাচিং করে ড্রেস, কোলে তুলে শুভদৃষ্টি পর্ব, হবু বাবা ও মা কে নিয়ে ফটোসেশন—সবকিছুতেই মেয়ে ছিলেন অভিনেত্রীর সঙ্গে সঙ্গে। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নেন মল্লিকা। সেখানে ভিডিওর ওপরে ক্যাপশনে লেখেন, ‘মা বাবা ও মেয়ে, আদুরে ফ্রেম।’

বর্তমানে তিনি গীতা এলএলবি ধারাবাহিকে অভিনয় করছেন মল্লিক্কা। এর আগে, ডিসেম্বর পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় বাগদান সারেন অভিনেত্রী।

প্রথম বিয়ের বিচ্ছেদের পর মল্লিকার দীর্ঘ সময় ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই জীবন কাটিয়েছেন। সেই সংসারে একটি কন্যা সন্তানো আছে। এবার মা কে নিজ হাতে বিয়ে দিয়ে ‘সিঙ্গেল মাদার’ এর অবসান ঘটালেন কন্যা। 

ইউআর

Wordbridge School
Link copied!