• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কাজের বিনিময়ে অনৈতিক প্রস্তাব, তিক্ত অভিজ্ঞতা জানালেন ফাতিমা


বিনোদন ডেস্ক জানুয়ারি ২৮, ২০২৫, ১২:৫৩ পিএম
কাজের বিনিময়ে অনৈতিক প্রস্তাব, তিক্ত অভিজ্ঞতা জানালেন ফাতিমা

ঢাকা: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ফাতিমা সানা শেখ, যিনি ‘দঙ্গল কন্যা’ নামেই বেশি খ্যাত। আমির খানের ‘দঙ্গল’-এ অভিনয় করে রাতারাতি পেয়েছেন তারকাখ্যাতি। এরপর বলিউডে তার যাত্রাটা সহজ হয়েছে। তবে দঙ্গলের আগে বেশ স্ট্রাগল করতে হয়েছে ইন্ড্রাস্ট্রিতে।

এমনকী ইন্ড্রাস্ট্রির অন্ধকার অধ্যায়ের ইশারাও পেয়েছিলেন তিনি। কাজের বিনিময়ে কুপ্রস্তাবও দেয়া হয়েছিল অভিনেত্রীকে। সেই তিক্ত অভিজ্ঞতাই শেয়ার করলেন সানা।সম্প্রতি, মুম্বাই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান কীভাবে ক্যারিয়ারের শুরুতে বিপাকে পড়তে হয়েছিল তাকে।

সানা বলেন, ‘কিছু কাস্টিং ডিরেক্টরদের সঙ্গে পরিচয় হয়েছিল যারা অত্যন্ত সুবিধাবাদী ছিলেন। তারা নতুনদের বাধ্য করতেন তাদের পারিশ্রমিকের পনেরো শতাংশ দিয়ে দিতে। তারপরেই নাকি কাজ পাবেন নতুনরা। যদিও বলিউডের সমস্ত কাস্টিং ডিরেক্টর একেবারেই এরকম নন।

সানা আরও বলেন, “দক্ষিণী সিনেমায় কাজ করার চেষ্টা করতে আরও খারাপ পরিস্থিতির শিকার হয়েছিলাম। একজন কাস্টিং ডিরেক্টর আমাকে ডেকে সিনেমায় কাজ দেওয়ার নামে কুপ্রস্তাব দিয়েছিলেন। বলেছিলেন, অভিনয়ের জন্য আমি কি সবকিছু করতে রাজি কিনা! জবাবে বলেছিলাম, ‘কঠোর পরিশ্রম ছাড়া অন্যকিছু করতে রাজি নই।’ পরে যদিও সেই কাজটি করিনি। অনেকে ভাবেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করা খুব সহজ।কিন্তু এর পিছনে লড়াইটা অনেকের চোখে পড়ে না।”

এমন আরো একটি ঘটনার সম্মুখীন হন ফাতিমা। বলেন, ‘প্রযোজকরা এটি সম্পর্কে (কাস্টিং কাউচ) খুব খোলামেলা কথা বলতেন। তারা বলতেন, আপনাকে মানুষের সাথে দেখা করতে হবে। আপনাকে এটা করতে হবে। তারা সরাসরি কিছু বলতেন না তবে অদ্ভুত উপায়ে বোঝাত। অবশ্য তারা পরোক্ষভাবে বললেও নিজেদের উদ্দেশ্য পরিষ্কার করে দেয়।’
 
ফাতিমা সানা শেখকে আগামীতে অনুরাগ বসুর রোমান্টিক ড্রামা ‘মেট্রো...ইন দিনো’তে দেখা যাবে। যেখানে আদিত্য রায় কাপুর, সারা আলি খান, অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেনশর্মা এবং আলি ফজলের মতো তারকারা চোখে পড়বে। লাইফ ইন আ ... মেট্রো (২০০৭) এর সিকুয়েল এটি। এছাড়া মণীশ মালহোত্রা পরিচালিত ‘উল জালুল ইশক’ সিনেমায় অভিনয় করেছেন ফাতিমা। যে সিনেমায় থাকছেন বিজয় ভার্মা, নাসিরুদ্দিন শাহ এবং শারিব হাশমি। যদিও এর মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

ইউআর

Wordbridge School
Link copied!