• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আজ ‘তারুণ্যের উৎসব’ মাতাবেন জেমস, কনসার্ট সবার জন্য উন্মুক্ত


বিনোদন প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১১:২৬ এএম
আজ ‘তারুণ্যের উৎসব’ মাতাবেন জেমস, কনসার্ট সবার জন্য উন্মুক্ত

ঢাকা: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছে তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’। মেলা, ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেমিনারসহ নানামাত্রিক আয়োজনে সাজানো এই উৎসবের সমাপ্তি ঘটবে আজ। আর আজ সমাপনী চমক হিসেবে মঞ্চ মাতাবেন নগর বাউল জেমস।  

জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, উৎসবের সমাপনী আসরে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় থাকছে নগর বাউল চমক।জেমস গণমাধ্যমে বলেন, ‘আমার পথচলার অন্যতম শক্তি হলো তারুণ্য। ওদের জন্যই আমার গাওয়া। সেই তারুণ্যের উৎসবের সমাপনী আয়োজনে গাইব, এটা ভালোলাগার বিষয়। সবাইকে স্বাগত।

জানা গেছে, এই কনসার্টটি সবার জন্য উন্মুক্ত। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চে আসবেন শিল্পীরা। কনসার্ট চলবে মধ্যরাত পর্যন্ত। নগর বাউল ছাড়াও এই মঞ্চে গাইবে জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলও।

‘তারুণ্যের উৎসব’ আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর।

ইউআর

Wordbridge School
Link copied!