• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘ফেসবুক অন করলেই দেখি তাহসানের বউ বিরাট বড় হাঁ করে ভাত খাচ্ছে’-তসলিমা


বিনোদন প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১২:৪৭ পিএম
‘ফেসবুক অন করলেই দেখি তাহসানের বউ বিরাট বড় হাঁ করে ভাত খাচ্ছে’-তসলিমা

ঢাকা: বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে ভারতে আশ্রয় নেওয়া লেখিকা তসলিমা নাসরিন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন। বহুবছর দেশে না থাকলেও বিভিন্ন ইস্যুতে নিজের মত প্রকাশ করেন তিনি।

এবার ভিন্ন ইস্যুতে অনেকটা ব্যঙ্গাত্মকভাবেই কথা বললেন দেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের স্ত্রী রোজা আহমেদকে নিয়ে।

সম্প্রতি দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান। বছরের শুরুতেই এ সুখবরটি শুনে বেশ চমকিত হয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। অভিনেতার স্ত্রী রোজা আহমেদ। বরিশালে বেড়ে ওঠা রোজা ক্যারিয়ার গড়েছেন মার্কিন মুলুকে। তবে বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে রোজার বেশ কিছু পুরানো ভিডিও। যার বেশিরভাগই হচ্ছে বিভিন্ন সময়ে তার খাওয়ার ভিডিও।

জানা গেছে, রোজা আহমেদ নিয়মিত ব্যক্তিগত ব্লগ করে তা ফেসবুকে পোস্ট করেন। যেখানে তিনি দিনের বিভিন্ন সময়ে যা যা করেন তা রিল আকারে পোস্ট দিয়ে থাকেন। তবে বিয়ের পর তাহসান ভক্তদের অনেকেই রোজার ভিডিও, বিশেষ করে খাওয়ার ভিডিও কেটে কেটে রিল তৈরি করে ছাড়ছেন। সেইসব ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। চোখ এড়ায়নি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনেরও। তবে তিনি এসব ভিডিও দেখে খুব বিরক্ত।

এ নিয়ে রোববার (১৬ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘কী মুশকিল, ফেসবুক অন করলেই দেখি তাহসানের নতুন বউ রোজা বিরাট বড় বড় হাঁ করে ভাত খাচ্ছে। মুখের ভেতর হাত দিয়ে ভাত ঢোকাচ্ছে। ঢোকাচ্ছে তো ঢোকাচ্ছেই। এত ভাত খেলে আমার ওজন ২০০ কিলো হয়ে যেত। ভাগ্যবতীদের অবশ্য শত খেলেও ওজন বাড়ে না। কিন্তু ভাত খাওয়া রিলগুলো যেন চোখের সামনে বার বার না আসে, সেটার জন্য কী করতে পারি, পরামর্শ চাই।’

ইউআর

Wordbridge School
Link copied!