• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ব্যাপক কড়াকড়ি, তারপরও মেহজাবীনের হলুদের ছবি ফাঁস


বিনোদন প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০২:৪৩ পিএম
ব্যাপক কড়াকড়ি, তারপরও মেহজাবীনের হলুদের ছবি ফাঁস

ঢাকা: কড়াকড়িতেও শেষ রক্ষা হয়নি, সোশাল মিডিয়ায় ফাঁস হয়ে গেছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর গায়ে হলুদের একাধিক ছবি। সেই ছবির সঙ্গে খবর এসেছে সোমবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মেহজাবীন, পাত্র পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব।

বিয়ের অনুষ্ঠানস্থল থেকে এক পরিচালক বলেন, “আজই বিয়ে, আমিন বাজারের মধুমতি মডেল টাউনে বিয়ের আনুষ্ঠানিকতা সারা হচ্ছে।“

ওই নির্মাতা এক গণমাধ্যমকে বলেন, “অনেকটা বলিউডি স্টাইলেই হচ্ছে বিয়ের সব আয়োজন।" আমন্ত্রিত অতিথিরা যাতে ছবি তুলতে বা ভিডিও করতে না পারেন তা নিয়ে বেশ কড়াকড়ি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

“একটু পরপর মাইকে ঘোষণা করে মোবাইলে অনুষ্ঠানের ছবি না তোলার অনুরোধ জানাচ্ছেন তারা।"

এই নিষেধাজ্ঞা কেন? এই প্রশ্নে এই পরিচালক বলেন,"বর-কনে নিজেই সময় হলে তাদের বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন।"

মেহজাবীনের গায়ে হলুদের যে ছবি ফেইসবুকে ঘুরছে, সেখানে বেগুনি রঙা লেহেঙ্গাতে দেখা গেছে মেহজাবীনকে এবং কালো রংয়ের পাঞ্জাবি পরেছেন রাজীব। মাইক হাতে বর কনেকে হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। বর-কনের পেছনে গিটার বাজিয়ে চলছে সংগীতানুষ্ঠান।

দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত আছেন বলে জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত এক ব্যক্তি। গ্লিটজকে তিনি বলেন, তাদের মধ্যে নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, শিহাব শাহীদ, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমানসহ প্রায় আড়াইশ অতিথির আয়োজন বলে জানা গেছে।
 

ইউআর

Wordbridge School
Link copied!