• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সোনা নিয়ে গ্রেপ্তার অভিনেত্রী, সম্পর্ক ছিন্ন করলেন পুলিশ কর্মকর্তা বাবা


বিনোদন ডেস্ক মার্চ ৬, ২০২৫, ১১:৫৭ এএম
সোনা নিয়ে গ্রেপ্তার অভিনেত্রী, সম্পর্ক ছিন্ন করলেন পুলিশ কর্মকর্তা বাবা

ঢাকা: ১৫ কেজি সোনা (যার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা) নিয়ে বিমানে ওঠার পরিকল্পনা ছিল কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের। তার আগেই বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

রান্যা রাও সম্পর্কে এক আইপিএস আধিকারিকের (পুলিশ কর্মকর্তার) কন্যা। তিনি বর্তমানে কর্ণাটকের রাজ্য পুলিশের হাউজিং কর্পোরেশনের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। এই ঘটনার কথা জানার পরেই পুলিশ কর্মকর্তা কে রামচন্দ্র রাও দাবি করেছেন, মেয়ের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। 

সংবাদমাধ্যমকে এই পুলিশ কর্মকর্তা জানান, এই ঘটনার সঙ্গে তার কোনও রকমের যোগ নেই। মাস চারেক আগে রান্যার বিয়ে হয়ে গেছে। তারপর থেকে মেয়ের সঙ্গে তাদের আর কোনও যোগাযোগ নেই। 

রামচন্দ্র বলেন,‘মেয়ে বা তার স্বামী কী ব্যবসা করেন, সে সম্পর্কে আমরা কিছুই জানি না। যা ঘটেছে, তা আমাদের বড় ধাক্কা দিয়েছে। আমরা খুবই হতাশ। তবে আইন আইনের পথেই চলবে।’

জানা গেছে, এর আগেও নাকি দুবাই থেকে ভারতে বিনা বাধায় সোনা পাচার করেছিলেন অভিনেত্রী। গত ১৫ দিনে চারবার দুবাই উড়ে গিয়েছিলেন তিনি। অভিনেত্রীর এই ঘন ঘন দুবাই-ভারত সফর দেখেই সন্দেহ হয় ডিআরআই গোয়েন্দাদের। গ্রেপ্তারের পরে অভিনেত্রী দাবি করেন, তাকে ব্ল্যাকমেল করে সোনা পাচার করতে বাধ্য করা হয়েছে। 

এইমুহূর্তে অভিযুক্ত অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য বেঙ্গালুরুতে ডিআরআই-এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। বিচারবিভাগীয় হেফাজতে ১৮ মার্চ পর্যন্ত থাকবেন তিনি।

ইউআর

Wordbridge School
Link copied!