• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা


বিনোদন প্রতিবেদক মার্চ ৬, ২০২৫, ১২:১৫ পিএম
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

ঢাকা: ৩১ মার্চ কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় আয়োজনে কনসার্ট। ‘লাইভ মেগা কনসার্ট’ নামের এই আয়োজনটি করছে কাতারের আয়োজক স্যান্ড সিটি সার্ভিস। কনসার্টটিতে গান গাইবেন মনির খান, আঁখি আলমগীর, ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কণা, বেলাল খান, সাথী খান, বেলি আফরোজ, মুন ও আরফিন রুমি।

এ ছাড়া কনসার্টটিতে হাজির থাকবেন অপু বিশ্বাস ও ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত জিয়াউল পলাশ।
এটি উপস্থাপনা করবেন শান্তা জাহান। এশিয়ান টাউন এম্ফিথিয়েটারে অনুষ্ঠিতব্য এই কনসার্টে গেট ওপেন হবে বিকেল ৫টায়। শো শুরু হবে সন্ধ্যা ৭টায়।

আয়োজকদের অন্যতম শাহাদাত হোসেন বলেন, ‘কাতারে বাংলাদেশি প্রবাসীদের জন্যই এই কনসার্টটি করছি আমরা।

এর আগে কাতারে এত বড় আয়োজন হয়েছে বলে মনে হয় না। আমরা ভিভিআইপি, গোল্ড ও সিলভার—তিন ধরনের টিকিট রেখেছি। এর মধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। বেশ সাড়াও পাচ্ছি। মনে হচ্ছে, হাজার হাজার দর্শক কনসার্টটি উপভোগ করবে।’

ইউআর

Wordbridge School
Link copied!