• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈদে কাকে মিস করলেন পরীমণি?


বিনোদন প্রতিবেদক এপ্রিল ৩, ২০২৫, ০৬:৪২ পিএম
ঈদে কাকে মিস করলেন পরীমণি?

ঢাকা : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সবসময়ই তার ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে থাকেন তিনি।

সেলিব্রেটিদের জীবন যাপন নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। তাও যদি পরীমনির মতো হার্টথ্রুব তারকা হোন তবে তো কথাই নেই। এবারের ঈদের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়েছেন এই নায়িকা।

ঈদ ঢাকাতেই করেছেন পরীমনি। ছেলে ও মেয়ের জন্যে কেনাকাটা করেছেন। সেগুলো সন্তানদের পরিয়েছেন। ঈদে নানাকে মিস করেন পরী। তার ভাষায়, আমার সারাজীবন ঈদের জামাটা আমার নানার দেওয়া ছিল। 


 
শেষবার নানা ভাই আমাকে ৪টা শাড়ি কিনে দিয়েছিলেন। একটা পরলাম, বাকি তিনটা আর পরা হলো না। তার মধ্যে একটা শাড়ি দিয়ে এবার আমার বাচ্চাদের জন্য ঈদের জামা বানিয়ে দিয়েছি। 

ঈদের ছুটি শেষ হয়ে যাচ্ছে, তারপরেও কোথাও যাবেন না জনপ্রিয় এই নায়িকা। কারণ ঈদের ছুটির পরেই মেয়ের মুখে ভাতের আয়োজন রয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!