ঢাকা: সম্প্রতি ‘কালাকালা’ গান দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন যুক্তরাষ্ট্রে প্রবাসী গায়ক আরজিন কামাল। সামাজিক মাধ্যমে হয়েছেন প্রসংশিত। এবার ‘বিষম পিরিতি’ ২.০ গানটির কারণে হচ্ছেন কটাক্ষের শিকার।
সম্প্রতি জনপ্রিয় গান ‘বিষম পিরিতি’ কণ্ঠে তুলেছেন আরজিন কামাল। ইউটিউবে গানটির একটি ভিডিও-ও প্রকাশ করেছেন। দিন কয়েক আগে ওই ভিডিওর ১৪ সেকেন্ডের একটি অংশ নিজের ফেসবুকে পোস্ট করেন তিনি।
সে ভিডিওতে আরজিন ও এক নারীকে আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা যায় বলে দাবি নেটিজেনদের। যা ভালোভাবে নেননি তারা। ফলে শুরু করেন কটাক্ষ।
ভিডিওর মন্তব্যের এক নেটিজেন লেখেন, ‘সুন্দর গানটাকে এত নোংরাভাবে উপস্থাপন না করে, সুন্দরভাবে করা যেত। আপনার গানের কণ্ঠ সুন্দর, বাট অঙ্গভঙ্গি একদম নোংরা।’ অন্য একজন লিখেছেন, ‘খুব দ্রুত আপনার চিকিৎসা দরকার। পাবনায় যোগাযোগ করুন।’ বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো মন্তব্য করেননি আরজিন।
‘বিষম পিরিতি’ গানটির মূল শিল্পী জনপ্রিয় গায়িকা ডলি সায়ন্তনি। গানটির কথা ও সুর গীতিকার-সুরকার মাহমুদ জুয়েলের।
দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশি নাগরিক আরজিন কামাল। প্রবাসে বাংলা সংগীত নিয়ে কাজ করেন তিনি। ঢালিউডের দুইটি সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।
ইউআর