• ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার নায়ক বাপ্পী, অল্পের জন্য প্রাণে বাঁচলেন


বিনোদন প্রতিবেদক জুন ২, ২০২৫, ০৪:০২ পিএম
ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার নায়ক বাপ্পী, অল্পের জন্য প্রাণে বাঁচলেন

ঢাকা: নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। রোববার (১ জুন) মধ্যরাতে যাত্রাবাড়ী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, যাত্রাবাড়ী ফ্লাইওভারে পেছন থেকে একটা ভারী ট্রাক বাপ্পীর গাড়িকে সজোরে আঘাত করে। চলন্ত অবস্থায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই অভিনেতা।

দুর্ঘটনা নিয়ে বাপ্পী বলেন, রোববার  দিবাগত রাত ১২ টার দিকে আমি নারায়াওণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলাম। আমার গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। আমরা উলটে যেতে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি।


 
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে বাপ্পি অভিনীত সিনেমা  ‘কুস্তিগীর’। তবে প্রেক্ষাগৃহে নয়, সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে টেলিভিশনে। কোরবানির ঈদের দ্বিতীয় দিন দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে ছবিটি। 

ইউআর

Wordbridge School
Link copied!