• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মা হলেন হীরামন্ডি’খ্যাত অভিনেত্রী শারমিন


বিনোদন ডেস্ক জুন ২, ২০২৫, ০৪:০৮ পিএম
মা হলেন হীরামন্ডি’খ্যাত অভিনেত্রী শারমিন

ঢাকা: বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী শারমিন সেগাল হিন্দি ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’-তে আলমজেব চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয় হন। যদিও বড়পর্দায় খুব পরিচিত মুখ না হলেও ইন্ডাস্ট্রিজুড়ে রয়েছে তার ‘মামা-চাচা’। 

পরিচালক সঞ্জয় লীলা বানশালি তার মামা হন। আর সেই মামার হাত ধরেই তিনি রুপালি জগতে পা রাখেন।  মা বেলা সেগাল হিন্দি চলচ্চিত্র জগতের সঙ্গে সম্পাদনার কাজে যুক্ত থাকলেও শারমিন পর্দায় আসেন মূলত মামা বানশালির হাত ধরেই। আর 'হীরামন্ডি' সিরিজটিতে কাজ করতে গিয়ে ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে।

‘হীরামন্ডি’-তে আলমজেব চরিত্রে অভিনয় করেন শারমিন সেগাল। সিরিজটি মুক্তির পরই বিয়ে করে ফেলেন অভিনেত্রী। গত বছর নভেম্বরে শিল্পপতি অমন মেহতার গলায় মালা দেন তিনি। এবার জানা গেল তার মা হওয়ার খবর। এতেই নেটিজেনদের রসানলে পড়েন অভিনেত্রী।

বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই মা হলেন এ অভিনেত্রী। ‘হীরামন্ডি’ সিরিজে কাজ করে সমালোচনার পর আর কোনো সিনেমা কিংবা সিরিজে দেখা যায়নি তাকে। নিজেকে যেন গুটিয়ে নেন খানিকটা। তিনি যে অন্তঃসত্ত্বা, সে বিষয়ে কাউকে কিছু জানাননি। গত ২৮ মে মুম্বাইয়ে সন্তানের জন্ম দেন শারমিন। যদিও তিনি কিংবা তার স্বামী কেউ-ই কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। শারমিনের স্বামী অমন মেহতার রয়েছে অঢেল সম্পত্তি; ৫৩,৮০০ কোটি রুপির মালিক এ ব্যবসায়ী বলে জানা গেছে।

ইউআর

Wordbridge School
Link copied!