ঢাকা: ভারতের আহমেদাবাদে লন্ডনগামী বিমান দুর্ঘটনায় ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ১০ জন বিমানকর্মী এবং দুই চালক। ওই দুর্ঘটনায় প্রিয়জনকে হারিয়েছেন বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি।
আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার পাঁচ মিনিটের মাথায় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। সেই বিমানের সহকারী পাইলট ক্লিভ কুন্দর বিক্রান্তের পারিবারিক বন্ধু। তার মৃত্যুতে চাচা এবং তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন ‘টুয়েলভথ ফেল’-এর অভিনেতা।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিক্রান্ত লিখেছেন, ‘আহমেদাবাদে অকল্পনীয় ট্র্যাজিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে সমবেদনা জানাই। আমার চাচা ক্লিফোর্ড কুন্দর তার ছেলেকে হারিয়েছেন জেনে আরো কষ্ট পেয়েছি। ওই বিমানে প্রথম অফিসার অপারেটিং ছিলেন ক্লিভ। চাচা তোমাকে এবং তোমার পরিবারকে ঈশ্বর শক্তি দিন। যারা স্বজন হারিয়েছেন, তাদেরও শক্তি দিন।’
এদিকে ক্লিভ কুন্দরের মৃত্যুতে শোকস্তব্ধ বিক্রান্ত ম্যাসির পোস্ট থেকে ভুল তথ্য ছড়িয়ে পড়েছিল যে ক্লিভ কুন্দর বিক্রান্তের চাচাতো ভাই। সেই জল্পনা ও ভুল তথ্য এড়াতে নিজেই খোলসা করে ইনস্টাগ্রামের স্টোরিতে স্পষ্ট জানিয়েছেন, আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহত ক্লিভ কুন্দর তার ভাই নয়, বরং পারিবারিক বন্ধু। অনেকেই তার প্রথম ইনস্টা পোস্ট দেখে ক্লিভ কুন্দরকে বিক্রান্তের ভাই বলে ভুল করেছিলেন।
ইউআর