• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

পাইরেসির কবলে ‘তাণ্ডব’, দেখা যাচ্ছে অনলাইনেই


বিনোদন প্রতিবেদক জুন ১৫, ২০২৫, ১১:২৯ এএম
পাইরেসির কবলে ‘তাণ্ডব’, দেখা যাচ্ছে অনলাইনেই

ঢাকা: প্রেক্ষাগৃহে যখন দাপিয়ে চলছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’, তখনই অনলাইনে ছড়িয়ে পড়েছে ছবির পাইরেটেড এইচডি সংস্করণ। বুধবার বিকেল থেকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে সিনেমাটির সম্পূর্ণ কপি, যা নির্মাতাদের জন্য বড় ধরনের ধাক্কা।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের বারবার সতর্কতা ও অনুরোধ সত্ত্বেও এবারও থামানো গেল না পাইরেসি। ঈদের অন্যতম আলোচিত ও সফল ছবি ‘তাণ্ডব’ মুক্তির এক সপ্তাহ পার হওয়ার আগেই অবৈধভাবে ছড়িয়ে পড়ায় বিপাকে পড়েছে প্রযোজক সংস্থা।

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তির প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া ফেলে। একদিকে যেমন সিঙ্গেল স্ক্রিনে দর্শকের ভিড়, অন্যদিকে মাল্টিপ্লেক্সেও হাউসফুল শো। বাণিজ্যিক সিনেমার সব উপাদান থাকায় ‘তাণ্ডব’ দ্রুতই দর্শকদের মন জয় করে নেয়।

কিন্তু এর মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে সিনেমার দৃশ্য। ফেসবুকের নানা গ্রুপ ও পেজে দেখা যায় পূর্ণদৈর্ঘ্য কিংবা অংশবিশেষের এইচডি ফুটেজ। ধারণা করা হচ্ছে, দেশের বাইরে থেকে সিনেমাটি ফাঁস হয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে এটি বিদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে।

পাইরেসি প্রসঙ্গে যোগাযোগ করা হলে পরিচালক রায়হান রাফী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি গণমাধ্যমের সঙ্গে। 

‘তাণ্ডব’ রাফীর পরিচালনায় সপ্তম চলচ্চিত্র এবং শাকিব খানের সঙ্গে তার দ্বিতীয় কাজ। এর আগে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল ‘তুফান’ সিনেমায়, যা প্রশংসিত হয়েছিল সমালোচক ও দর্শক উভয়ের কাছেই।

শাকিব খানের পাশাপাশি ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।

ইউআর

Wordbridge School
Link copied!