• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সম্পত্তির জন্যই অভিষেকের সঙ্গে বিয়ে ভেঙেছিল করিশ্মার? 


বিনোদন ডেস্ক জুন ২০, ২০২৫, ০১:০১ পিএম
সম্পত্তির জন্যই অভিষেকের সঙ্গে বিয়ে ভেঙেছিল করিশ্মার? 

ঢাকা: সঞ্জয়কে বিয়ের আগে করিশ্মার ব্যক্তিগত জীবন বি-টাউনের আলোচনার কেন্দ্রে থাকত। সেই সময়ে, করিশ্মা সম্পর্কে ছিলেন অভিষেক বচ্চনের সঙ্গে। দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন তাঁরা।

সঞ্জয় কপূরের মৃত্যুর পর থেকে খবরে উঠে আসছে করিশ্মা কপূরের ব্যক্তিগত জীবন। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না করিশ্মা। কিন্তু একটা সময়ে মনের কথা উজাড় করে দিয়েছিলেন অভিনেত্রী।

সঞ্জয়কে বিয়ের আগে করিশ্মার ব্যক্তিগত জীবন বি-টাউনের আলোচনার কেন্দ্রে থাকত। সেই সময়ে, করিশ্মা সম্পর্কে ছিলেন অভিষেক বচ্চনের সঙ্গে। দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন তাঁরা। বচ্চন ও কপূর পরিবার সেই সময়ে পরস্পরের ঘনিষ্ঠ ছিল। অভিষেকের দিদি শ্বেতা বচ্চনের বিয়ে হয়েছিল নন্দা পরিবারে। এই নন্দা পরিবার আবার করিশ্মার মামার বাড়ির দিকের আত্মীয়। এই সূত্রে আরও কাছাকাছি এসেছিল কপূর ও বচ্চন পরিবার।

জয়া বচ্চন নিজেই এক অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন, বচ্চন ও কপূর, এই দুই পরিবার আরও ঘনিষ্ঠ হতে চলেছে। অভিষেকের সঙ্গে করিশ্মার বিয়ের কথাও ঘোষণা করে দিয়েছিলেন তিনি। ধুমধাম করে বাগদান সেরেছিলেন করিশ্মা ও অভিষেক। বাগদানের পরে সাক্ষাৎকারে করিশ্মা বলেছিলেন, “এই পরিবারের অংশ হয়ে উঠতে পেরে দারুণ লাগছে।”

কিন্তু এই সম্পর্ক টেকেনি। বিয়ের আগেই আলাদা হয়ে যায় তাঁদের পথ। যদিও তাঁদের পক্ষ থেকে কোনও বিবৃতি আসেনি। তবে শোনা যায়, করিশ্মার মা ববিতা এই ভাঙনের পিছনে অন্যতম কারণ ছিলেন। যে অভিনেতা সদ্য অভিনয়ের সফর শুরু করেছেন, তাঁর সঙ্গে কন্যার বিয়ে হোক, তা চাননি ববিতা। তিনি নাকি চেয়েছিলেন, বিয়ের আগেই অমিতাভের কিছু সম্পত্তি যেন অভিষেকের নামে করে দেওয়া হয়। এই প্রস্তাবে রাজি হয়নি বচ্চন পরিবার। অতঃপর বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তবে এগুলি গুঞ্জন বলেই শোনা যায়।

ইউআর

Wordbridge School
Link copied!