• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাকিবের সঙ্গে ফের ছবি পোস্ট, কীসের ইঙ্গিত দিলেন মিষ্টি জান্নাত


বিনোদন প্রতিবেদক জুলাই ২, ২০২৫, ০৫:১৯ পিএম
শাকিবের সঙ্গে ফের ছবি পোস্ট, কীসের ইঙ্গিত দিলেন মিষ্টি জান্নাত

ঢাকা: ঢাকাই চলচ্চিত্রে ফের আলোচনায় এসেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। এবার শাকিবের সঙ্গে নতুন আলোচনায় চলচ্চিত্রের নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে সুপারস্টার শাকিব খানের সঙ্গে একটি ছবি প্রকাশ করে আবারও আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে বুধবার (২ জুলাই) সকালে শাকিব খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন মিষ্টি জান্নাত। ছবির ক্যাপশনে লেখেন, ‘সেই ১ম বার’, সঙ্গে যুরে দিয়েছেন হার্ট ইমোজি। এই সংক্ষিপ্ত বাক্যেই তৈরি হয়েছে রহস্যের জট। অনেকেই ধরে নিচ্ছেন, এটি কোনো নতুন সম্পর্কের ইঙ্গিত।

এর আগে ঠিক একমাস আগে গত ২ জুন বিমানে শাকিব খানের সঙ্গে তোলা দুইটি সেলফি প্রকাশ করেছিলেন মিষ্টি। সেই ছবির ক্যাপশন ছিল, ‘লাভ লাভ’—যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল তুমুল আলোচনা-সমালোচনা। তখন থেকেই গুঞ্জন উঠেছিল, এই দুই তারকার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে।  

এ নিয়ে মিষ্টি জান্নাত এক সাক্ষাৎকারে বলেন, শুধু সেলফি না, আমরা তো পুরোদিন আড্ডা দিলাম। দেখলাম অনেকেই লিখেছে আমি নাকি দৌড়ে গিয়ে শাকিব খানকে অনুরোধ করে ছবি তুলেছি। এসব দেখে খুব বিরক্ত হয়েছি। আমি ২৭ বছরের একজন প্রাপ্তবয়স্ক মানুষ। আমার যদি ইচ্ছে হয়, আমি তার সঙ্গে ছবি তুলতেই পারি। উনি ২৫ বছরের ক্যারিয়ারের একজন মেগাস্টার, এতে সমস্যা কোথায়?

এর আগে অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে বিচ্ছেদের পর শাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জনও উঠে আসে গণমাধ্যমে। শোনা যায়, শাকিব নাকি এবার পরিবারের পছন্দে এক ডাক্তার পাত্রীর সঙ্গে সম্পর্কে জড়াতে চলেছেন। এমন সময়ে মিষ্টির সঙ্গে তার ছবি সেই গুঞ্জন আরও উসকে দিয়েছিল। 
 

ইউআর

Wordbridge School
Link copied!