• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জামিননামা দাখিল


বিনোদন প্রতিবেদক জুলাই ১১, ২০২৫, ০৩:৪৪ পিএম
হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জামিননামা দাখিল

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জামিননামা দাখিল করেছেন তার আইনজীবীরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে এই জামিননামা দাখিল করা হয়। অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, গত ২ জুন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন পান অপু বিশ্বাস। উচ্চ আদালতের জামিনের আদেশের কপি সংশ্লিষ্ট আদালতের শাখায় জমা দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে তিনি এই মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইবেন। জামিননামা দাখিলের সময় অপু বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এসময় এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। এই মামলায় ২০৮নং এজাহারনামীয় আসামি অপু বিশ্বাস। 

Wordbridge School
Link copied!