• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাত্র ৩১ বছরেই না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী


বিনোদন ডেস্ক জুলাই ১৫, ২০২৫, ০২:৩৮ পিএম
মাত্র ৩১ বছরেই না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী

ঢাকা: দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী কাং সিও-হা আর নেই। মাত্র ৩১ বছর বয়সে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি মারা গেছেন। তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সোমবার (১৪ জুলাই) এক আবেগঘন বার্তায় মৃত্যুর খবরটি জানানো হয়। সূত্র: হিন্দুস্তান টাইমস।

জানা যায়, কাং সিও-হার মৃত্যুতে কোরিয়ান শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী শিল্পী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

কাং সিও-হার এক আত্মীয় ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে লেখেন, এখনো বিশ্বাস করতে পারছি না তুমি নেই। এত কষ্টের মধ্যেও তুমি আমাদের সবার কথা ভেবেছো। সবসময় বলতে, “আরও খারাপ কিছু হয়নি বলে কৃতজ্ঞ।” তুমি অনেক কষ্ট সহ্য করেছো, এখন শান্তিতে থেকো।

আরও জানা যায়, অভিনেত্রীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে ১৬ জুলাই গিয়ংনাম প্রদেশের হামানে পারিবারিক কবরস্থানে। ইতোমধ্যে সিউল সেন্ট মেরিস হাসপাতালের শোকাগারে তার মরদেহ রাখা হয়েছে, যেখানে ভক্ত ও সহকর্মীরা শেষ শ্রদ্ধা জানাতে পারছেন।

উল্লেখ্য, এই অভিনেত্রী ‘দ্য ফ্লাওয়ার ইন প্রিজন’, ‘হার্ট সার্জনস’, ও ‘থ্রু দ্য ওয়েভস’-এর মতো নাটকে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছিলেন। তার অভিনীত শেষ চলচ্চিত্র ‘ম্যাঙ্গনেইন’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

ইউআর

Wordbridge School
Link copied!