• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৭০ বছরে কিংবদন্তি ডলি জহুর


বিনোদন প্রতিবেদক জুলাই ১৭, ২০২৫, ০২:১৩ পিএম
৭০ বছরে কিংবদন্তি ডলি জহুর

ঢাকা: অভিনয়শিল্পের অনন্য এক নাম ডলি জহুর। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে তার সাবলীল উপস্থিতি বহু দর্শকের মনে গেঁথে আছে স্থায়ীভাবে। আজ ১৭ জুলাই এই বরেণ্য অভিনেত্রীর জন্মদিন। এবারে ৭০ বছরে পা রাখলেন তিনি।

১৯৫৩ সালের এই দিনে ঢাকার গ্রিন রোডে জন্মগ্রহণ করেন ডলি জহুর। বেড়ে ওঠাও সেখানেই। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়জীবনে নাট্যচক্রের সঙ্গে যুক্ত হয়ে মঞ্চে অভিনয়ের শুরু।

‘মানুষ’, ‘ময়ূর সিংহাসন’, ‘ইবলিশ’ নাটকে তার অভিনয় আজও দর্শকের মনে দাগ কেটে আছে। বিশেষ করে ‘মানুষ’ নাটকে সন্ধ্যারানীর চরিত্রে তার অনবদ্য অভিনয় তাকে এনে দেয় মঞ্চশিল্পের স্বীকৃতি।

নব্বই দশকের ঢাকাই সিনেমায় নায়ক-নায়িকাদের মায়ের চরিত্রে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন ডলি জহুর। ‘আগুনের পরশমণি’, ‘শঙ্খনীল কারাগার’, ‘ঘানি’, ‘দারুচিনি দ্বীপ’, ‘রং নম্বর’, ‘সন্তান যখন শত্রু’, ‘বাবা কেন চাকর’ সহ শতাধিক সিনেমায় তিনি ছিলেন মায়ের স্থায়ী প্রতিনিধি। তাঁর অভিনীত প্রথম সিনেমা ছিল ‘অসাধারণ’।

‘শঙ্খনীল কারাগার’ সিনেমার রাবেয়া চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পরে ‘ঘানি’ সিনেমার জন্য ফের এই পুরস্কার জেতেন।

২০২১ সালে ডলি জহুরকে আজীবন সম্মাননা প্রদান করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে।

আজকাল চলচ্চিত্রে তাকে না দেখা গেলেও নাটকে মাঝে মাঝে পাওয়া যায়। এরইমধ্যে তিনি তৌকীর আহমেদের পরিচালনায় বিটিভিতে প্রচারের অপেক্ষায় একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এছাড়াও মহিন খানের নির্দেশনাতেও তিনি আরো একটি খন্ড নাটকের কাজ এরইমধ্যে শেষ করেছেন। যাতে তার সঙ্গে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি। ডলি জহুর জানান, মহিন খানেরই আরো একটি নাটকে কাজ করবেন আগামী কয়েকদিনের মধ্য।

ব্যক্তিজীবনে ১৯৭৬ সালের ৫ নভেম্বর অভিনেতা জহুরুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডলি জহুর। ২০০৬ সালে স্বামীকে হারানোর পর ছেলেকে মানুষ করাই হয়ে ওঠে জীবনের মূল লড়াই। বর্তমানে ছেলে রিয়াসাত তার স্ত্রীসহ অস্ট্রেলিয়ায় থাকেন। ডলি জহুর বছরের বেশির ভাগ সময় কাটান তাদের সঙ্গেই।

জন্মদিন প্রসঙ্গে তিনি জানান, ‘এখন আর আগের মতো জন্মদিন পালন করা হয় না। একান্তভাবে পরিবারের সবাই মিলে কেক কাটা হবে, এর বাইরে কিছু না।’

ইউআর

Wordbridge School
Link copied!