• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পুত্রসহ হাসপাতালে ভর্তি পরীমণি, যা জানা গেল


বিনোদন প্রতিবেদক আগস্ট ১৮, ২০২৫, ১১:৫৫ এএম
পুত্রসহ হাসপাতালে ভর্তি পরীমণি, যা জানা গেল

ঢাকা: পূণ্যসহ হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসক দুজনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। 

পরীমণি শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর তার ছেলে পূণ্যর জ্বর। তীব্র শ্বাসকষ্টের সমস্যার কারণে নির্দিষ্ট সময় পরপর পরীমণিকে নেবুলাইজ করার পরামর্শ দেন চিকিৎসক।

এ তথ্য উল্লেখ করে পরীমণির ঘনিষ্ঠজন বলেন, পরীমণির শ্বাসকষ্টের সমস্যা কমেছে। তবে তার এখন প্রচণ্ড জ্বর। চিকিৎসকরা ওষুধপত্র দিয়েছেন। শরীরে ব্যথাও আছে। চিকিৎসকের পরামর্শ, আরও কয়েকটা দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে।

এদিকে পরীমণি অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। সাম্প্রতিক নানা ইস্যুতেই মন্তব্য করতে দেখে যায়। মাঝেমধ্যেই রহস্যজনক পোস্ট করে চমক দেন অভিনেত্রী।

এবার পরীমণি তার ফেসবুকে ‘এই শহরের একটি প্রাইভেট হাসপাতালের আত্মকাহিনি!’—এমনই এক বার্তা দিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহল জাগিয়েছেন।

রোববার (১৭ জুলাই) সকাল নয়টার দিকে সামাজিকমাধ্যমে প্রাইভেট হাসপাতাল নিয়ে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেছেন অভিনেত্রী। ওই পোস্টে তিনি লিখেছেন, এই শহরের একটি প্রাইভেট হাসপাতালের আত্ম কাহিনি! কতো শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!

পরীমণির এক ভক্ত লিখেছেন, বাংলাদেশের খুবই হাস্যকর বিষয় এটা। ওই মন্তব্যে একটি কান্নার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পরী।

প্রসঙ্গত, কিছুদিন আগে দেশে ঘটে যাওয়া একটি বিমান দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য দেখে প্যানিক অ্যাটাকের শিকার হন পরীমণি। তারপর তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। সেই ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেন এই অভিনেত্রী। এরই মধ্যে ফের অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন তার ভক্ত-অনুরাগীরা। 

পরীমণির পরবর্তী সিনেমা ‘গোলাপ’। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু করবেন তিনি। এর মধ্যে পরিচালকের সঙ্গে কয়েকবার চিত্রনাট্য নিয়ে আলাপ করেছেন। ‘গোলাপ’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন নিরব। রাজনৈতিক-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন সামছুল হুদা।

ইউআর

Wordbridge School
Link copied!